শেরপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও শিশু দিবস পালিত হচ্ছে। ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসনের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পষÍবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পরে রাজনৈতিক-অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ হুইপ আতিউর রহমান আতিক। এর আগে শেরপুর পৌরসভা আয়োজিত দশদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও পৌরমঞ্চে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শিশু একাডেমীতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ হতে জানানো হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে জেলার প্রতিটি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।