‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নেত্রকোনায় ১০০ শিশু ১০০টি জাতীয় পতাকা উত্তোলন করে।
বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে শিশুদের নিয়ে ১০০ পাউন্ড ওজনের কেক কাটেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
এর আগে বুধবার সকাল ৮টায় মোক্তারপাড়া মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল পৌনে ১০টায় মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ ও আনন্দর্যালি। সকাল সাড়ে ১০টায় ১০০ জন শিশুকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাইকেল র্যালি প্রভৃতি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানসহ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারী-বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।