কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও তিনজন আহত হয়েছেন।
রোববার ( ১৪ মার্চ) বিকেলে উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজীরগল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাড়াইল উপজেলার রাউত ইউনিয়নের ভাওয়াল গ্রামের আজিদ উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৫২) ও একই উপজেলার দামিহা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে দিলোয়ার হোসেন (২২)।
আহতরা হলেন- সিএনজজি চালক বাদল, যাত্রী পপি (২২) ও মো. আলী।
পুলিশ জানায়, তাড়াইল থেকে যাত্রীবাহী একটি সিএনজি কিশোরগঞ্জ যাচ্ছিল। হাজীরগল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু ও দিলোয়ার হোসেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।