ময়মনসিংহের ভালুকায় খিরু নদী রক্ষার দাবিতে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সদস্য আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক শাহ মো. আশারাফুল আলম জর্জ, নুরুল ইসলাম বাদশা, কামরুজ্জামান তুহিন, এআরএম শামছুর রহমান লিটন, জহিরুল আলম ঢালী, গোলাম মোস্তফা খান, ওমর হায়াত খান নঈম, সাদিকুর রহমান তালুকদার, অ্যাডভোকেট আব্দুর রশিদ রতন, মোখলেছুর রহমান মনির, ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।