1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মামলা না নিলে ওসিকে ১ মিনিটে সাসপেন্ড করব : কমিশনার ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী সংশোধিত ট্রাইব্যুনালে বিচার করা যাবে তিন বাহিনীর সঙ্গে পুলিশ ও র‍্যাবের বিদেশ যেতে চেয়ে ছাগলকাণ্ডের সেই মতিউরের রিট খারিজ অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল গুগল ম্যাপের ভুলে নির্মাণাধীন সেতু থেকে নদীতে গাড়ি, নিহত ৩ আসছে নতুন বৃষ্টিবলয়, কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ঢাকায় আসছেন ২৫ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি

মসিকে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১

প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে সেনবাড়ি রোড থেকে স্বপ্ন বিলাস পর্যন্ত ৯৭০ মিটার আরসিসি দ্বারা সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ এবং সানকিপাড়া রেলগেট থেকে শেষ মোড় পর্যন্ত ২১০ মিটার আরসিসি দ্বারা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

গত ১৩ মার্চ শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ময়মনসিংহ সিটির ২৮নং ওয়ার্ডের চুকাইতলা সড়কের সেনবাড়ি রোড হতে স্বপ্নবিলাস পর্যন্ত সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন এবং চুকাইতলা সড়ক সংলগ্ন সেনবাড়ি রোড হতে স্বপ্নবিলাস রোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ ও সানকিপাড়া রেলগেইট হতে সানকিপাড়া শেষ মোড় পর্যন্ত সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

উদ্বোধনকালে মসিক মেয়র টিটু বলেন, টেকসই ও উন্নয়নের জন্য কাজের মানকে সুনিশ্চিত করতে হবে। এসময় মেয়র মাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথ তদারকি করার নির্দেশ দেন এবং উদ্বোধনকালে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে মেয়র আরো বলেন, এই সড়ক আপনাদের, এই সড়কের কাজ আপনারাই দেখভাল করবেন সেই সাথে সড়ক নির্মাণের সময় ও নির্মাণের পরে সড়কটি যেন ভালো থাকে সেজন্যও আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগের বাস্তবায়নে এবং জি ও বি ও এম সিসি এর অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যায়ে উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মাহাবুবুর রহমান দুলাল, ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছার জাহাঙ্গীর আকন্দ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, সহকারী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হাসান রাজিব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি