1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংশোধিত ট্রাইব্যুনালে বিচার করা যাবে তিন বাহিনীর সঙ্গে পুলিশ ও র‍্যাবের বিদেশ যেতে চেয়ে ছাগলকাণ্ডের সেই মতিউরের রিট খারিজ অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল গুগল ম্যাপের ভুলে নির্মাণাধীন সেতু থেকে নদীতে গাড়ি, নিহত ৩ আসছে নতুন বৃষ্টিবলয়, কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ঢাকায় আসছেন ২৫ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

গফরগাঁওয়ে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত একজন, হত্যা মামলার পলাতক একজন, চার জুয়ারি ও ছয় মাদক কারবারিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পাগলা থানা পুলিশ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একাধিক প্রতারণা মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার চাকুয়া গ্রামের শাহজাহান চৌধুরীকে ফুলপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। ২০০৭ সালের হত্যা মামলার পলাতক আসামি উপজেলার মাখল গ্রামের নাজিম উদ্দিনকে ভালুকা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে পাইথল ইউনিয়নের বড় বড়াই গ্রামে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ঐ গ্রামের শামীম, সোয়েব, মফিজুলকে আটক করে পুলিশ। এ সময় নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।

অন্যদিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুটি মাদক মামলার তালিকাভুক্ত আসামি পাচুলী পশ্চিম পাড়া গ্রামের মোতালেব হোসেন পনির, পাগলা উত্তর পাড়া গ্রামের আলমগীর হোসেন নয়ন, রায়হান, পাগলা পশ্চিম পাড়া গ্রামের শাহেদ আকরাম ওরফে রাব্বি, মধ্যপাড়া আকন্দ বাড়ির আজিজুল ইসলাম স্বপন, আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি, হত্যা মামলার পলাতক আসামি, মাদক মামলার আসামি ও জুয়ারিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি