কিশোরগঞ্জের ইটনায় একটি হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন, তিনজনের তিন বছর করে এবং একজনের এক বছরের কারা দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন, সাহানুর ও মোতাকাব্বির। তিন বছরের সাজাপ্রাপ্তরা হলেন- মুজাহিদ, মুসলিম ও ওয়াহেদ নূরকে। এক বছরের সাজাপ্রাপ্ত হলেন তাজ ইসলাম। সাজাপ্রাপ্তদের মধ্যে মোতাকাব্বির, ওয়াহেদ ও তাজ ইসলাম পলাতক রয়েছেন। এছাড়া রায়ে ১১ জনকে বেকসুর খালাস দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট এ কে এম আমিনুল হক চুন্নু ও আসামি পক্ষে মিয়া মো. ফেরদৌস মামলা পরিচালনা করেন।
মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০১ সালের ২৬ নভেম্বর ইটনা উপজেলার পাঁচহাট গ্রামের ইজ্জত আলীর ছেলে কৃষক আবু তাহেরকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. আবু হানিফ বাদী হয়ে ২২ জনকে আসামি করে ২৮ নভেম্বর ইটনা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০২ সালের ৩০ নভেম্বর ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শুক্কুর আলী। সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১৯ বছর পর আদালত এ রায় দেন।