‘পাঁচটি র্যাব কমপ্লেক্স এবং একটি র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স’ নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের র্যাব-১৪ কমপ্লেক্স নির্মাণের মেয়াদ শেষ হয়ে ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। গত ২৯ থেকে ৩১ জানুয়ারি প্রকল্প এলাকা পরিদর্শন করে এসে এমন প্রতিবেদন দেন আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পুলিশ অধিদফতর (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) ও গণপূর্ত অধিদফতর। এ প্রকল্পের আওতায় পাঁচটি র্যাব কমপ্লেক্স ও একটি র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল স্থাপনের সংস্থান রয়েছে, যার একটি ‘র্যাব-১৪ কমপ্লেক্স ময়মনসিংহ স্থাপন’।
সরকারি অর্থায়নে কার্যাদেশ অনুযায়ী, এই অংশের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ৩১ জুলাই। কিন্তু এখনও কাজটি শেষ হয়নি। নির্ধারিত সময় পার হয়েও ছয় মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখনও কাজ শেষ হয়নি। প্রকল্প কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান (চুন্নু) বলেন, ‘এ প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) হয়েছে। এ প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ছে। কিন্তু আমার বা র্যাব-১৪ কমপ্লেক্স কাজ শেষ করতে আরও ছয় মাস লাগবে। কারণ এখানে আরও কয়েকটা প্রকল্প আছে। সবগুলো প্রকল্প মিলে এখন থেকে আরও দুই বছর সময় লাগবে। এই প্রকল্প ২০২৩ সালের জুনে শেষ হবে। আমার প্রকল্প এ বছরই শেষ হবে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে আছে।’
তিনি আরও বলেন, ‘ভূমি অধিগ্রহণ ও র্যাবের কার্যালয় স্থানান্তর করতে সময়ক্ষেপণের জন্য বাড়তি সময় লাগছে। ভূমি অধিগ্রহণ শেষ হয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। ওখানে র্যাবের অস্থায়ী কার্যালয় ছিল। র্যাবের কার্যক্রম বন্ধ করে কাজ করার সুযোগ ছিল না। সেজন্য আমরা একপাশ দিয়ে কাজ শুরু করেছিলাম। র্যাবের অফিসও চলছে, আবার কনস্ট্রাকশনও চলছে। এখন র্যাব কার্যালয় স্থানান্তরও করা হয়েছে। আগামী ছয় মাসে পুরো কাজ শেষ হবে।’