নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি করার প্রতিবাদে অর্ধদিবস হরতাল ডেকেছে ময়মনসিংহের গৌরীপুর বাজার ব্যবসায়ী সমিতি।
আজ সোমবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৌরীপুরে হরতাল পালিত হয়।
হরতাল চলাকালে গৌরীপুর পৌরশহরের ব্যবসায়ীরা কোনো দোকানপাট খুলে নাই। এমনকি গৌরীপুর থেকে কোনো যানবাহন বাইরে বের হচ্ছে না। শহরের ভেতরেও চলছে না কোনো রিকশা, অটোরিকশা ও সিএনজি অটোরিকশা।
হরতাল প্রসঙ্গে গৌরীপুর কাঁচাবাজার সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, পৌর মেয়রের ওপর হামলার প্রতিবাদে সকল ব্যবসায়ী আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করছি।
অপরদিকে এ হরতালের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। সাধারণ মানুষ হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, হরতাল থাকায় আমরা সঠিক সময়ে আমাদের কাজগুলো করতে পারছি না।
কিছু দোকানী বলেন, আমরা দোকান খুলতে চেষ্টা করেছিলাম কিন্তু ব্যবসায়ী নেতারা নিষেধ করায় দোকান পাট খুলিনি।
এ প্রসঙ্গে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, হরতাল পালনের বিষয়ে আমার কিছু জানা নেই। আজ সকাল থেকে দেখছি পৌর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সিএনজি সব বন্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি আমার উপর গুলি করার প্রতিবাদে বাজার ব্যবসায়ীরা অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী এ বিষয়ে বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।