ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন। এর আগে গত ৩০ জানুয়ারি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।
রোববার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে এমপি নাজিম উদ্দিন আহমেদ বলেন, রোববার দুপুর ১২টার দিকে গৌরীপুরে ৭ মার্চের সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে গৌরীপুরের পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী আমার গাড়িবহরে হামলা চালায়। এতে আমার সঙ্গে থাকা দলীয় নেতারা আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকেই গৌরীপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত ৩০ জানুয়ারি মুঠোফোনে মেয়র আমাকে এবং আমার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয়। ওই দিন রাতেই কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। তা আলোর মুখ দেখেনি। মেয়রের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা থাকার পরও তাকে গ্রেফতার করা হচ্ছে না।
পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে এমপি বলেন, কোনো অদৃশ্য স্বার্থের কারণেই পুলিশকে অভিযোগ দেয়ার পরও মেয়র রফিক এবং তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এসময় তিনি এবং তার ছেলে তানজির আহমেদ রাজিবের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন, তথ্য ও গবষণা সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পরাজিত নৌকার প্রতীকের মেয়র প্রার্থী শফিকুল ইসলাম হবি প্রমূখ।