ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলামকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (৭ মার্চ) বিকালে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে গৌরীপুরের নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে নিজ কার্যালয়ে ফেরার পথে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের ছেলে তানজির আহমেদ রাজিবের নেতৃত্বে কয়েকজন তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন কোনো মতে আমি প্রাণে বাঁচলেও আমার কর্মী গৌরীপুর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ দুজন আহত হন।’
তিনি আরও বলেন, ‘পৌরসভা নির্বাচনে পরাজিত করতে না পেরে আমাকে হত্যার উদ্দেশ্যেই আজ গুলির ঘটনা ঘটে। তবে কেন আমার উপর হামলা চালিয়েছে বিষয়টি জানা নেই।’
গুলির বিষয়টি অস্বীকার করে এমপিপুত্র তানজির আহমেদ রাজিব বলেন, ‘গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। পৌরসভা নির্বাচনে নৌকার বিরুদ্ধে কাজ না করায় আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছে। আজ আমার কর্মী-সমর্থকদের নিয়ে ৭ মার্চের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গৌরীপুরে যেতে চাইলে তারা পথরোধ করে। এসময় ১০টি মোটরসাইকেল ভাংচুর করে ৮ থেকে ১০ জনকে আহত করে।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনার পর পৌরসভা ও গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এর চাইতে বেশি কিছু বলা যাবে না বলে তিনি লাইন কেটে দেন।’