নেত্রকোনার মদনে পাওনা টাকা চাওয়ায় বন্ধুর কিলঘুষিতে মো. মাসুদ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাতে মদন হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। নিহত মাসুদ মিয়া কাইটাইল ইউনিয়নের বাঁশরী (দুর্গাশ্রম) গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে ও কাইটাইল বাজারের ধান ব্যবসায়ী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাঁশরী গ্রামের মাসুদ ও একই গ্রামের মৃত মালে উত্তমের ছেলে তানভীরের (৩২) বন্ধুত্ব রয়েছে।
গত দুই বছর আগে মাসুদের কাছ থেকে ছয় হাজার ৫০০ টাকা ধার নেয় তানভীর। এর পর থেকেই টাকা দেই-দিচ্ছি বলে সময় অতিবাহিত করে।
শনিবার বিকালে ছবু মিয়ার বাড়ির সামনে তানভীরকে পেয়ে পাওনা টাকা পরিশোধ করতে বলে মাসুদ। তানভীর ক্ষিপ্ত হলে দুজনের তর্কবির্তকের একপর্যায়ে তানভীর ও একই গ্রামের উছেন আলীর ছেলে রুমনসহ কয়েকজন মাসুদকে মারপিট করে।
মাসুদ মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ওই রাতেই মদন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।
মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে।