শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া ও গান্ধীগাঁও এলাকার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
অভিযানের সময় বালু লুটকারীরা খননযন্ত্র ফেলে পালিয়ে গেলেও জব্দ করা হয় শ্যালো ইঞ্জিনচালিত ২টি অবৈধ খননযন্ত্র, খননের কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। পরে ওই খননযন্ত্র ২টি ও প্রায় ৫০০ মিটার পাইপ অকেজো করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।