কিশোরগঞ্জের জেলখানা মোড় এলাকায় দু’টি মালবাহী ট্রাক, একটি পিকআপ ও একটি অটোরিকশার সংঘর্ষে মাসুদ ও আবদুল করিম নামে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের এক হেলপার।
শনিবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে জেলা সদরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের চিক্কু মিয়ার ছেলে। তিনি পিকআপের চালক। আর আবদুল করিম (৫৫) অটোরিকশার চালক। তিনি হোসেনপুর উপজেলার রামপুর নয়াপাড়া গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে জেলা কারাগারের অদূরে একটি ট্রাক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একইসময় অপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়।
এ সময় দুটি ট্রাক ও পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক মাসুদ। আহত হন একই পিকআপের হেলপার মো. হাসান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
গুরুতর আহত অটোরিকশার চালক আবদুল করিমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, বেপরোয়া গতি ও বৃষ্টির পর রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।