1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসছে নতুন বৃষ্টিবলয়, কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ঢাকায় আসছেন ২৫ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে নির্দেশনা আদালত দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা সিইসি ও চার কমিশনার শপথ নিলেন সেইলরের ব্র‍্যান্ড এম্বাসেডর হলেন তারকা জুটি সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম মন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলাম, যেন চাকরি চাইতে গিয়েছি: বাণিজ্য উপদেষ্টা

ময়মনসিংহে ব্যাংকার হত্যার বিচারের দাবিতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ময়মনসিংহের উদ্যোগে অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমেদ হত্যাকান্ডের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের দাবীতে ৩ মার্চ সন্ধ্যা ৬:৩০ টায় শহরের ছোটবাজার অগ্রণী ব্যাংক ভবনের সামনে মুক্তিযোদ্ধা স্মরণীতে মোমবাতি প্রজ্জ্বলন,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠন টির অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এবং রুপালী ব্যাংক ইউনিটের আহবানে আয়োজিত এ কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ কুদ্দুছ, অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা, ময়মনসিংহের জোনাল হেড নুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর জনাব মারুফ মৃধা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম সাগর, বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক ।

এ সময় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক ময়মনসিংহ ইউনিটের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, রুপালি ব্যাংকের সভাপতি কৃষিবিদ রাজন দাশ ও সাধারণ সম্পাদক মীর আবু নাসের জয়, অগ্রণী ব্যাংকের সভাপতি খন্দকার নাজমুস সাকিব সহ সরকারী ও বেসরকারি ব্যাংকের প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা করোনাকালীন সংকটে ব্যাংকারদের নিরলস সেবাদান এবং বৈদেশিক রেমিটেন্স এর মাধ্যমে দেশের অগ্রযাত্রায় ব্যাংকারদের ভূমিকা তুলে ধরেন। সেই সাথে মওদুদ হত্যাকান্ডের বিচার বিলম্বিত হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ অগ্রণী ব্যাংক ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ রিয়াদুল আহসান নিপু।

কর্মসূচি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ, প্রয়াত শেখ মওদুদ আহমেদ সহ দেশের জন্য কাজ করা সকলের মঙ্গল কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি মোহাম্মদ আজিজুল হক।

উল্লেখ্য মাত্র ৪০ দিন বয়েসী শিশু কন্যাকে রেখে কর্মসূত্রে সিলেটে অবস্থানকারী ময়মনসিংহের আনন্দমোহন কলেজের প্রাক্তন ছাত্র শেখ মওদুদ কে ভাড়া নিয়ে তর্কের এক পর্যায়ে সিএনজি চালক নামধারী সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা। এর পর থেকে সারা দেশব্যাপী স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রাজপথে প্রতিবাদ জানিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি