মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় জালাল উদ্দীন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে ময়মনসিংহ সদরের বেলতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ার উদ্দেশে স্থানীয় বাইতুল মামুর জামে মসজিদের বিপরীত পাশ থেকে রাস্তা পার হচ্ছিলেন জালাল উদ্দীন ওরফে জালু। এমন সময় হঠাৎ ময়মনসিংহ থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে প্রায় ১০০ গজ সামনে টেনে নিয়ে যায়৷ এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে এ ঘটনায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পৌনে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।