কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মাঈনুল ইসলাম (৪৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটাল মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাঈনুল ইসলাম ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মোনাউতা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি প্রাণ আরএফএল কোম্পানির ভৈরবের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাঈনুল ইসলাম ভৈরব থেকে মোটর সাইকেল যোগে মহাসড়ক দিয়ে পার্শ্ববর্তী উপজেলা আশুগঞ্জ যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী একটি ট্রাক তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকের হেলপার রাতুল (১৮) কে আটক করা হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনার সময় ট্রাকের হেলপার গাড়ী চালাচ্ছিল। তার কোন ড্রাইভিং লাইসেন্স নেই। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকসহ হেলপারকে আটক করেছে।
নিহতের পরিবার থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।