1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

জামালপুরে ঘুষ নিয়ে কারাগারে অধ্যক্ষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরে পদোন্নতির কথা বলে তিন শিক্ষকের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় প্রদান করেন। রায়ে তাকে আরও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ আনোয়ার বলেন, পদোন্নতি দেয়ার কথা বলে ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন ওই কলেজের উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেনসহ তিন শিক্ষকের কাছ ৫০ হাজার টাকা ঘুষ নেন। পরে কাজ করে না দেয়ায় ২০০৮ সালে এবিএম ফরহাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিচারক বুধবার (২৪ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় মোফাজ্জল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের আরও একটি মামলা বিচারধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি