1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

শেরপুরে সাংবাদিক আহতের ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি এসএম জুবায়ের হোসেন দ্বীপ আহতের ঘটনায় প্রতিবাদ সভা ও ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন। সেইসাথে ঘটনার মূলহোতা ছাত্রলীগ নেতা মুরশিদসহ অন্য আসামিদের গ্রেফতারে ৩দিনের আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এছাড়া আগামী ২০ ফেব্রুয়ারী পুলিশ সুপার, জেলা প্রশাসক, ডিআইজি, বিভাগীয় কমিশনার ও জাতীয় সংসদের হুইপ বরাবর স্মারকলিপি প্রদানসহ আগামী ২২ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে, ওই হামলার ঘটনায় গতকাল রাতেই ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান আকন্দসহ ১২ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামাসহ ৩৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

উল্লেখ্য, সোমবার (১৫ ফেব্রুয়ারী) রাতে শহরের পূর্বশেরী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে ডিবিসির প্রতিনিধি এসএম জুবায়েরের উপর হামলা করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি