বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে ঢাকা পোস্ট ডটকম নতুন দিগন্তের সূচনা ঘটাবে এবং শক্তিশালী সাংবাদিকতার ক্ষেত্র হিসেবে নিউজ পোর্টালটির অবস্থান সুপ্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সচিব রাজীব কুমার সরকার।
তিনি বলেন, আমাদের দেশে প্রকৃত সাংবাদিকতা এবং সু-সাংবাদিকতার পরিসর আরও বিস্তৃতি হোক এটিই প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরই কামনা। একটি শক্তিশালী ইতিবাচক গণমাধ্যম দেশের প্রকৃত উন্নয়ন এবং কাঙ্খিত উন্নয়ন ঘটাতে অনেক সাহায্য করতে পারে। এটি একদিকে যেমন জনমত ঘটাতে সহায়ক হতে পারে তেমনি আগামী দিনের যে চলার পথ সেটিও সুগম করতে সহায়তা করতে পারে। আমরা আশাবাদী ঢাকা পোস্ট এই কাজটি করে দেখাবে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মসিক সচিব এ প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা পোস্টকে শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আজকের খবরের নির্বাহী সম্পাদক শামসুদ্দোহা মাসুম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ময়মনসিংহ মহানগর সম্পাদক আলী ইউসুফ, অনসাম্বল থিয়েটারের পরিচালক আবুল মনসুর, ময়মনসিংহ বিতর্ক সংসদের সভাপতি নাহিদ মন্ডল, দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিনিধি মতিউল আলম, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন ময়মনসিংহ ও সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হারুনুর রশিদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন শাহীদ, চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি জগলুল পাশা রুশো, দেশ টিভি ও বিডিনিউজ২৪.কমের জেলা প্রতিনিধি ইলিয়াস আহমেদ, মোহনা টিভি ও রাইজিংবিডি.কমের প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবুল বাশার মিরাজ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ তুহিন, সম্মিলিত সামাজিক সংগঠক ফোরামের সদস্য সচিব মমিনুর রহমান প্লাবন, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রক্সি।
শুভেচ্ছা বক্তব্যে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব বলেন, প্রত্যাশা করবো ঢাকা পোস্ট সত্য প্রকাশ ও সু-সাংবাদিকতার মাধ্যমে অনলাইন জগতের সাংবাদিকতায় পেশাদারিত্বের মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়টি মেটাতে সক্ষম হবে। শুভকামনা ঢাকাপোস্টের জন্য।
সুজন- ময়মনসিংহ মহানগর সম্পাদক আলী ইউসুফ বলেন, ঢাকা পোস্টের মাধ্যমে দেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি সবকিছুই সত্য ও সঠিকভাবে উঠে আসবে এই কামনা থাকবে। আমার বিশ্বাস সেই প্রস্তুতি তাদের আছে এবং যেই প্রস্তুতি নিয়ে আমাদের প্রত্যাশার আলো দেখিয়েছে তা তাদের কাজের মাধ্যমে সেটার প্রতিফলন ঘটাবে।
নিউজ চ্যানেল জানালিস্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি ও সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হারুনুর রশিদ বলেন, ঢাকা পোস্ট সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছবে এবং তাদের যে প্রত্যাশা তা তারা পূরণ করবে। সেই সাথে যে কোন সংবাদ দ্রুততার সাথে পৌঁছে দিবে পাঠকের কাছে এবং অনলাইন মাধ্যমে ঢাকা পোস্ট একটি বিপ্লব সাধন করবে বলে আমরা মনে করি।
সাংস্কৃতিককর্মী ও অনসাম্বল থিয়েটারের পরিচালক আবুল মনসুর বলেন, ঢাকা পোস্ট সারা বাংলাদেশের সকল সাংস্কৃতিক কার্যক্রমগুলো তুলে আনবে। সংস্কৃতির ইতিহাস-ঐহিত্য যেন বিশ্বের পাঠকের কাছে পৌঁছে দিতে পারে সেই প্রত্যাশাই থাকবে।
এসময় যমুনা টেলিভিশনের চিত্রগ্রাহক দেলোয়ার হোসেন, বাংলাদেশ টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি জাহানুল করিম শিমুল, বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুন তালুকদার, জাগো নিউজের প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, নিউজবাংলা টোয়েন্টিফোর.কমের বিভাগীয় প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ, প্রথম আলোর চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, চ্যানেল২৪’র চিত্রগ্রাহক নাজমুস সাকিব, চ্যানেল আই’র চিত্রগ্রাহক নাজিম উদ্দিন সাঈদ, সাংবাদিক ইমরান কবীর, এনামুল হকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে কেক কাটেন অতিথি ও উপস্থিত সাংবাদিকবৃন্দ। পরে সিটি করপোরেশনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা পোস্টের ময়মনসিংহ জেলা প্রতিনিধি উবায়দুল হক।