জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সুমনাথপাড়া এলাকায় ভারতীয় সীমান্তে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে ছিল। সোমবার (১৫ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে লাশটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নিয়ে যান। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার সুমনাথপাড়া এলাকার ১০৮৮ সাব পিলার এলাকায় ভারতীয় ভূখণ্ডের ১৫০ গজ ভেতরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে যান। লাশটি কোনো বাংলাদেশির কি না, সেটা তাঁরা নিশ্চিত হতে পারেননি। তবে লাশটি গুলিবিদ্ধ ছিল। পরে আজ বেলা দেড়টার দিকে বিএসএফ লাশটি নিয়ে যায়।
বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুরু মিয়া বলেন, ভারতীয় ভূখণ্ডের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তবে লাশটি বাংলাদেশি কোনো ব্যক্তির কি না, সে সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারেননি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, লাশটি বাংলাদেশি কোনো ব্যক্তির কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।