1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

মেলান্দহে নৌকার প্রার্থীর জয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিক জাহেদী রবিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার গোলাম মোস্তফা বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনোয়ার হোসেন হাওলাদার (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৩১ ভোট এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের লিয়াকত হোসেন (হাতপাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৯ ভোট।

এবার এ পৌরসভায় তিন মেয়র প্রার্থী, ৩৫ কাউন্সিলর ও ৯ মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ১০ কেন্দ্রের ৭০ বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি