ময়মনসিংহে জয়নুল আবেদীন সংগ্রহশালার সামনে থেকে পার্কের ভিতর দিয়ে আবুল মনসুর সড়কের সম্মুখ পর্যন্ত আধুনিক এলইডি সড়ক বাতির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে জয়নুল আবেদীন সংগ্রহশালার সামনে থেকে পার্কের ভিতর দিয়ে আবুল মনসুর সড়কের সম্মুখ পর্যন্ত আধুনিক এলইডি সড়ক বাতির সুইচ টিপে শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন পূর্বে মেয়র টিটু বলেন, আমরা ময়মনসিংহ নগরবাসীর নাগরিক সুবিধার্থে ও ময়মনসিংহ নগরীকে ঢেলে সাজানোর লক্ষে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি, সেই সাথে নগরীকে আধুনিক ডিজিটাল নগরীর উপহার দেওয়ার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ সহ সৌন্দর্য বর্ধন করার জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজ জয়নুল আবেদীন সংগ্রহশালার সামনে থেকে পার্কের ভিতর দিয়ে আবুল মনসুর সড়কের সম্মুখ পর্যন্ত আধুনিক এলইডি সড়ক বাতির শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনকালে প্যানেল মেয়র- ১ আসিফ হোসেন ডন প্যানেল মেয়র ২ মাহবুবুর রহমান দুলাল, প্যানেল মেয়র -৩ শামীমা আক্তার, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মসিকের সচিব মোঃ রাজিব কুমার সরকার, স্থানীয় কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু, শফিকুল ইসলাম শফিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহ ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মসিকের সূত্রে জানা গেছে জয়নুল আবেদীন সংগ্রহশালার সামনে থেকে পার্কের ভিতর দিয়ে আবুল মনসুর সড়কের সম্মুখ পর্যন্ত রাস্তার দুই পাশে ২২ টি পিলারে মোট ৪৪ টি আধুনিক এলইডি সড়ক বাতি স্থাপনা করা হয়েছে।