কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো. মুসলেহ উদ্দিন বিজয়ী হয়েছেন।
কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক ফলাফলে তিনি ৫ হাজার ৫শ’ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসুদ সুমন (ধানের শীষ) কে পরাজিত করেছেন।
কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. মুসলেহ উদ্দিন (নৌকা) পেয়েছেন ১০ হাজার ৮৫০ ভোট।
বিএনপি প্রার্থী মো. আব্দুল্লাহ আল মাসুদ সুমন (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৫০ ভোট।