বাজিতপুরে বিএনপির প্রার্থী এহসান কুফিয়া সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ১২টি কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ইভিএমের ভোটের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের লোকজন নিয়ে নিয়েছেন। তিনি এসব অনিয়মের জন্য প্রশাসনকে দায়ী করেন। তবে এই অভিযোগ অস্বীকার করে রিটার্নিং কর্মকর্তা ও বাজিতপুরের ইউএনও দীপ্তিময়ী জামান।
আজ সকাল আটটা থেকে চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ৩৪ জেলার ৫৫টি পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট গ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর ২৬টি পৌরসভায় ভোট হচ্ছে কাগজের ব্যালটে। এসব পৌরসভায় মোট ভোটার ১৬ লাখ ৬৭ হাজার ২২৪ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ জন। মোট ভোটকেন্দ্র ৭৯৩টি।