বর্তমান সরকার গারোদের নিজস্ব ভাষার মর্যাদা দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী ‘গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশ’-এর সম্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করে তাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছে। বঙ্গবন্ধু আদিবাসীদের সনাতনী অধিকারসহ রাষ্ট্রীয় পর্যায়ের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে কাজ শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকলের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’
গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশের সভাপতি পাষ্টার শৈবাল সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য রেমন্ড আরেং, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম, গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাংমাসহ স্থানীয় আওয়ামী লীগ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।