কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের কুশপুতুল দাহ করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাংসদ নূর মোহাম্মদের অনুসারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ বুধবার দুপুরে পাকুন্দিয়া বাজারে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ, ঝাড়ু মিছিল ও কুশপুতুল দাহ করা হয়।
এর আগে সকাল থেকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা পৃথক ব্যানারে বিক্ষোভ করেন। এ সময় সচিবের বিকৃত ছবি নিয়ে নোংরা ভাষায় স্লোগান দেওয়া হয় এবং তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
সাংসদ ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং সচিব মো. আবদুল মান্নানের মধ্যে দ্বন্দ্বের জেরেই এসব কর্মসূচি পালন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।