শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ করাত কল ও অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিভিন্ন এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, ভোগাই নদীর ফকির পাড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় খোরশেদ আলম নামে জড়িত একজনকে আটক করে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালনা করায় চারটি করাত কল মালিককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে একটি করাত কলের মালিক ব্যতীত অন্যগুলোর মালিককে তাৎক্ষণিক না পাওয়ায় শ্রমিককে আটক করা হয়।
করাত কল গুলো হলো- শহরের গড়কান্দা মহল্লার ফায়সাল ‘স’মিল ও সাদাফ ‘স’মিল, বাঘবেড় বাজারের তৈয়ব ‘স’মিল এবং সিধুলী চৌরাস্তা এলাকার ফরিদা ‘স’মিল। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়কান্দা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে মহাসড়কের পাশে গড়ে উঠা কয়েকটি চায়ের দোকান উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা বন কর্মকর্তা আক্রাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।