জামালপুরের সরিষাবাড়িতে র্যাবের অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কাউসার বাবু (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকতকৃত কাউসার বাবু সরিষাবাড়ি উপজেলার চর বাঙালি উত্তর পাড়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে।
জামালপুর র্যাব এর সংবাদ বিজ্ঞপ্তি এর মাধ্যমে জানা যায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -১৪ সিপিসি-১ জামালপুর এর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস এম সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ি উপজেলার বাউসি কৃষি ব্যাংকের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে কাউসার বাবুর কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় সরিষাবাড়ি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের সিপিসি-১ জামালপুর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এস এম সবুজ রানা জানান, মাদকের মতো সামাজিক অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।