জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন সানন্দবাড়ী বাজারের দক্ষিণ পাশে সানন্দবাড়ী টু দেওয়ানগঞ্জ রাস্তার জিঞ্জিরাম ব্রীজের পূর্ব পাশ হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের ৬টি ড্রেজার মেশিন জব্দ করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম আব্দুল্লাহ বিন রশিদ।
জানা যায় দীর্ঘদিন যাবৎ কয়েকটি অসাধু স্বার্থান্বেষী মহল স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সানন্দবাড়ী বাজার ও জিঞ্জিরাম সেতুর আশেপাশে হতে বালু উত্তোলন করে আসছিল।
দফায় দফায় দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ভেঙ্গে বা পুড়িয়ে দিলেও রাতের মধ্যেই নব উদ্যোমে আবারও চালু করেছে অসাধু মহল। মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ছয়টি ড্রেজার মেশিন পাম্প সহ সকল মালামাল জব্দ করেন প্রশাসন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন সানন্দবাড়ী পিআইসি’র অফিসার ইনচার্জ মোঃ জোয়াহের হোসেন খান, সানন্দবাড়ী হাট-বাজার ইজারাদার রেজাউল করিম লাভলু, চরআমখাওয়া ইউনিয়ন মেম্বার সিরাজুল ইসলাম সহ এলাকার সাধারণ মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান- সরকারি স্থাপনা ও নদী ভাঙ্গন রোধে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষার্থে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।