মুজিববর্ষে জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২০–২০২১ এর আওতায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব গত ৮ ফেব্রুয়ারী সকালে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে ও বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয় ময়মনসিংহের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।
অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু উপস্থিত থেকে ক্রীড়া আনন্দ উৎসবে প্রতিবন্ধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।
মেয়র মোঃ ইকরামুল হক টিটু তার বক্তব্যে বলেন, মুজিব বর্ষে জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসবের যে আয়োজন করেছে এটি প্রশংসনীয়। আমাদের মনে রাখতে হবে প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় তারাও সমাজের একটি অংশ । তাদের সাথে ভাল ব্যবহার ও ভাল আচরণ করতে হবে।
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সরকারী শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ মোঃ মুমিনুল হাসান, আঞ্চলিক পার্সপোর্ট অফিসের উপ পরিচালক মোঃ সালাহ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহের সহকারী পরিচালক মাকসুদা খানম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা স্কুলের সাবেক প্রাক্তন শিক্ষক আবুল কাশেম। অনুষ্ঠানে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিরা দৌড়, বল নিক্ষেপ, নাচ, গান ও যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে অংশ নেয়।