যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে ৭ ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী, সীমান্তবর্তী এলাকা পাররামরামপুর ইউনিয়নের পাথরেরচর বাঘারচর, হাতীভাঙ্গা ইউনিয়ন কাঠারবিল, বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর, পোল্যাকান্দি, চিকাজানীর খোলাবাড়ী, চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজারসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি পয়েন্টে দীর্ঘদিন ধরে বিভিন্ন চক্র অবৈধভাবে বালু তুলে আসছে।
চুকাইবাড়ী ফুটানি বাজার এলাকায় নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের কাজ চলছে। নদী সংলগ্ন স্থানে টার্মিনাল নির্মাণ হচ্ছে। নদী সংলগ্ন স্থান থেকে বিভিন্ন পয়েন্টে স্যালো মেশিন, ড্রেজার ভেকো দিয়ে বিপুল পরিমাণ বালু তেলা হচ্ছে। এতে নদীর পাড় ভাঙ্গনের আশঙ্কা রয়েছে।
অভিযোগ পেয়ে ৭ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ চুকাইবাড়ী ফুটানি বাজার এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ উপস্থিত হলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত স্যালো মেশিন, কোদাল, পাইপ, চেয়ার, বেলচাসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়।