শেরপুরে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোাধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জেলা সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এসময় জেলা প্রশাসক আনার কলি মাহমুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন শেরপুর বিএমএ’র সভাপতি ডা. এমএ বারেক তোতা, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাদিম হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন সর্বপ্রথম টিকা গ্রহণ করেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। এরপর একে একে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, শেরপুর বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাদিম হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমিসহ অন্যান্যরা টিকা নেন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৬শ জন টিকা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এরমধ্যে আজ রবিবার ১শ ৪১জনকে টিকা দেয়া হয়। জেলা সদর হাসপাতাল, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই টিকা নিতে পারবেন না।