কিশোরগঞ্জে করোনা ভাইরাসের প্রথম টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিজে টিকা নিয়ে জেলা পর্যায়ে টিকা কার্যক্রম উদ্বোধন করেন।
এরপর জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. এহসানুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি শাহ আজিজুল হক, জেলা উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ফাতেমা জোহরা আক্তার, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ টিকা নিয়েছেন।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন হাসপাতালে একযোগে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। প্রথম দিন করোনায় সম্মুখসারির লোকজন ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার লোকজন টিকা নেন।
‘কিশোরগঞ্জ জেলার কোভিড-১৯ টিকাদান কার্যক্রম-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি জেলাবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
টিকা নেওয়ার পর সন্ধ্যায় ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমার পরিবারের অন্য সদস্যরাও টিকা নেবেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত আমার কোনো অসুবিধা হয়নি।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে অনেক উন্নত বিশ্বের আগে তিনি টিকার ব্যবস্থা করেছেন। এতে বাংলাদেশ সারা বিশ্বে সম্মানিত হয়েছেন। স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে। এটা আমাদের বিশাল অর্জন ও সম্মানের বিষয়।’
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, প্রথম দিন কিশোরগঞ্জ জেলায় সর্বমোট ৫৮৭ জন টিকা গ্রহণ করেছেন। টিকা নিতে ইতোমধ্যে অনেকেই নিবন্ধন করেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ার পর পর্যায়ক্রমে অন্য সবাই টিকা পাবেন। তবে প্রথম ধাপে ১৫ ক্যাটাগরির মানুষ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।