সারাদেশের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন তিনটি কেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজে আটটি, সিএমএইচে চারটি এবং পুলিশ লাইন হাসপাতালে একটি সহ মোট ১৩ টি বুথে করোনার টিকা কার্যক্রম শুরু হচ্ছে।
রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে টিকা নিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. লুৎফুল হাসান, সিভিল সার্জন ডা. মসিউল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০১ আসিফ হোসেন ডন, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচকে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস কুমার বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন বিষয়ক কর্মকর্তা দীপক কুমার মজুমদার, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ বিশ্বাস, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো বাবুল হোসেন প্রমুখ