শেরপুরের শ্রীবরদীতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যদের অভিযানে শনিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সীমান্ত এলাকার বাবেলাকোনা থেকে ৫২ বোতল ভারতীয় মদ অফিসার চয়েজ ও ১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে।
কর্ণজোড়া বিজিবি ক্যাম্প সুত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার সীমান্তের বাবেলাকোনা, হারিয়াকোনা, মেঘাদল, চান্দাপাড়া, পানবাড়ী ও খারামোরাসহ কয়েকটি এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে চোরাচালান বেড়ে গিয়েছিল।
স্থানীয় একটি চোরাকারবারি চক্র ভারত থেকে চোরাই পথে নিয়ে আসছিল গরু ও বিভিন্ন ব্রান্ডের মাদকদ্রব্য। এতে নড়েচড়ে বসেন কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালায় বিজিবি। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার নুরুজ্জানের নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্তের বাবেলাকোনা এলাকার ১০৯২ পিলারের পাশে থেকে ৫২ বোতল অফিসার্স চয়েজ ও ১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
এ অভিযানের সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ আব্দুল লতিফ বলেন, আমরা চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি।
ওই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন জানান, বর্তমানে বিজিবির ঘন ঘন অভিযানে আমরা এখন অনেকটাই নিরাপদে আছি। এ অভিযান অব্যাহত রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।