ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের বদলির আদেশের প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। নির্বাচনের কারণে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষে নির্বাচন কমিশনের সুপারিশ ক্রমে জেলা প্রশাসক, ময়মনসিংহের বদলির আদেশ ২৮ ফেব্রুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) নির্বাচন কমিশনের উপসচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বদলির আদেশের প্রজ্ঞাপন স্থগিত করার তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন নির্বাচনে সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে ফলাফল ঘোষণার পনের (১৫) দিন সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত জেলা প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ-কে নির্বাচন কমিশনের সহিত পরামর্শ ব্যতিত বদলি না করার বিধান রয়েছে। উল্লেখ্য ১৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলার ফুলপুর এবং ত্রিশাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং ৩০ জানুয়ারি ভালুকা, ঈশ্বরগঞ্জ ও গৌরিপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিধিমালা অনুসারে জেলা প্রশাসক কুমিল্লা, জেলা প্রশাসক ময়মনসিংহ, জেলা প্রশাসক ঝিনাইদহ, জেলা প্রশাসক ভোলা-এর বদলির আদেশ ২৮ ফেব্রুয়ারী ২০২১ তারিখ অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশিত না হওয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। একই ভাবে জেলা প্রশাসক রাঙ্গামাটির বদলির আদেশ ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। তাছাড়া জেলা প্রশাসক দিনাজপুর, জেলা প্রশাসক কুষ্টিয়ার বদলির আদেশ ৩০ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।