ময়মনসিংহের গফরগাঁওয়ে ঠাণ্ডাজনিত রোগ বালাই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, ভায়রাস জনিত জ্বর, হাঁপানী, শ্বাসকষ্ট, দাদ ও ফোস-পাচড়া বেশী।
বুধবার বিভিন্ন এলাকার ৫০৫ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসা নেন। এর মধ্যে শিশু রোগী প্রায় দেড় শ হবে। বয়স্ক নারীদের মধ্যে বাতজনিত ব্যাথার রোগীও বেশী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সিফাত জামিল তারেক বলেন, ঠাণ্ডাজনিত কারণে শিশুদের সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, ভাইরাস জ্বর, হাঁপানী, শ্বাসকষ্ট, দাদ, ফোস-পাচড়া বেশী হচ্ছে। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেশী মনে হচ্ছে। মায়েদের আরো সতর্ক হওয়া প্রয়োজন। কারণ অল্পতেই শিশুদের ঠান্ডা লেগে যায়। তখন এসব উপসর্গ দেখা দিতে পারে।