বোনকে দাফন করার জন্য কবর খুঁড়ছিলেন চাচাতো ভাই। সেই কবরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভাই। আজ বুধবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভাটি সাভার গ্রামে এ ঘটনা ঘটেছে।
উপজেলার সদর ইউনিয়নের ভাটি সাভার গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নুরজাহান বেগম (৪০) গতকাল মঙ্গলবার রাতে মারা যান।
আজ সকাল নয়টার দিকে নুরজাহানকে দাফন করার জন্য কবর খুঁড়তে যান তাঁর প্রতিবেশী চাচাতো ভাই বাবুল মিয়া (৪৫)। মাটিতে কোদাল চালানোর একপর্যায়ে তিনি সেখানেই ঢলে পড়েন। পরিবারের লোকজন বাবুল মিয়াকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রাফি আদনান বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক রাফি আদনান।
মৃত বাবুল মিয়ার বাবা মৌজ আলী আজ দুপুরে বলেন, সন্তানদের নিয়ে সকালের খাবার খেয়েছিলেন বাবুল মিয়া। এরপর তিনি বোনের জন্য কবর খুঁড়তে গিয়েছিলেন। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁর মৃত্যুর সংবাদ আসে। ওই গোরস্থানে পাশাপাশি দুটি কবর খোঁড়ার কাজ করছেন গ্রামের লোকজন।