ময়মনসিংহে পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে যুক্তরাস্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ প্রনীত সূচকে কোভিড-১৯ জনিত প্যানডেমিকের সফল মোকাবেলায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষ এবং সারাবিশ্বে ২০তম অবস্থান অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন এবং কোভিড-১৯ চলাকালীন সময়ে সম্মুখ কাতারে থেকে যে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ শিক্ষার চাকাকে সচল রেখেছেন অনলাইন ক্লাশ করে এবং ভার্চুয়াল যোগাযোগ রাখার মাধ্যমে, তাঁদেরকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের মাননীয় পরিচালক, জনাব প্রফেসর মোঃ আজহারুল হক মহোদয় এবং উপ পরিচালক জনাব আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধূরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ময়মনসিংহের অতিরিক্ত পিপি এডভোকেট জনাব মােঃ রেজাউল করিম খান, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সামছুল আলম, মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ জালাল উদ্দিন, জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুমেল চন্দ্র শীল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের মাননীয় পরিচালক, জনাব প্রফেসর মোঃ আজহারুল হক মহোদয় বিদ্যালয়ের দেয়াল পত্রিকা “হৃদয়ে বঙ্গবন্ধু” উন্মোচন করেন।