ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে আবুল হোসেন নামে এক পাম্প ম্যানেজারের মৃত্যু হয়েছে। জমিতে ঠিক মতো পানি দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তোলে পাম্প ম্যানেজারের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে গুরুতর অবস্থায় পাম্প ম্যানেজারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলার তারুন্দিয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫) একটি গভীর নলকূপের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তারুন্দিয়া বাজারে তার কাপড়ের দোকান আছে। জমিতে সেচ দেয়া নিয়ে আবুল হোসেনের সাথে মঙ্গলবার সকালে বাকবিতন্ডা হয় এলাকার মোমতাজ আলীর। এতে যোগ দেয় মোমতাজ আলীর দুই ভাই আবদুল কদ্দুস ও মোহাম্মদ আলী। এক পর্যায়ে আবুল হোসেনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। গত দুই বছর পূর্বে আবুল হোসেনের ওপেন হার্ট সার্জারি হওয়ায় শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছেন মোমতাজ আলী ও তাদের পরিবারের অন্য সদস্যরা। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাদের মিয়া জানান, জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ধাক্কা দিলে পড়ে যায় আবুল হোসেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।