1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মনিরপেক্ষতাসহ রাষ্ট্র পরিচালনার ৩ মূলনীতি বাদ, গণতন্ত্র বহাল রেখে নতুন ৪ মূলনীতির সুপারিশ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ কমিশনের বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ সংসদের মেয়াদ চার বছর, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাকে ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের ৬ প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারিতে সংলাপ মাদক সেবনের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী বহিষ্কার প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলো ৪ কমিশন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

পিএসজির নতুন কোচ পচেত্তিনো!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

টমাস টুখেলের বিদায় নিশ্চিত হওয়ার পর কে হচ্ছেন তার উত্তরসূরি? উত্তরটা সম্ভবত পিএসজিরই সাবেক আর্জেন্টাইন খেলোয়াড় মাউরিসিও পচেত্তিনো। ‘বিবিসি’ এবং ‘আরএমসি স্পোর্ট’ এমনটাই দাবি করেছে।

দুই সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহেই টটেনহামের সাবেক কোচ পচেত্তিনোর সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছিল পিএসজি। দুই পক্ষের মধ্যে নাকি এখন চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খুব শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে।

এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্ত্রাসবুরকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ৪৮ বছর বয়সী জার্মান কোচ টুখেলকে বরখাস্ত করা সিদ্ধান্ত নেয় পিএসজি কর্তৃপক্ষ। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ক্লাবের খেলোয়াড়দের নাকি পচেত্তিনোর ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর পিএসজিকে ফরাসি লিগ ওয়ানের ৩টি শিরোপা জেতান টুখেল। এছাড়া তার অধীনে ফ্রেঞ্চ কাপ এবং ফ্রেঞ্চ লিগ কাপও জিতেছে ফরাসি জায়ান্টরা। পিএসজি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছিল তার কোচিংয়েই। যদি ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

এই মৌসুম শেষেই সাবেক বরুশিয়া ডর্টমুন্ড কোচ টুখেলের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হতো। ২০১৮ সালের মে’তে স্প্যানিশ কোচ উনাই এমেরির বিদায়ের পর দুই বছরের চুক্তিতে দায়িত্ব বুঝে নেন তিনি। পরে ২০১৯ সালের মে’তে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায়ঘণ্টা বাজলো তার।

চলতি মৌসুমে দলের অধারাবাহিক পারফরম্যান্স, ফ্রেঞ্চ লিগে তৃতীয় স্থানে অবস্থান এবং ক্লাবের কাতারি মালিকপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই চাকরি হারালেন টুখেল। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ অন্তত এমনটাই দাবি করেছে। ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্লাবের দুই মহাতারকা নেইমার ও এমবাপ্পেকে নিয়ে মজা করার কারণেই বিপাকে পড়েছেন জার্মান কোচ। যদিও টুখেল নিজে বিষয়টি মানতে রাজি নন। তার দাবি, তার মন্তব্যের ভুল অনুবাদ করে তাকে ফাঁসানো হয়েছে।

লিগ ওয়ানের এবারের আসরে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ১১ জয়, ২ ড্র এবং ৪ হারে পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে পিএসজি। যদিও শীর্ষে থাকা লিঁওর সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য মাত্র ১। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট আবার পিএসজির সমান। তবে গোল পার্থক্যের কারণে পিছিয়ে পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগে তাদের অবস্থান বেশ নড়বড়ে হয়ে গেছে। এসব কারণ ছাড়াও ক্লাবের পরিচালকদের সঙ্গেও টুখেলের সম্পর্ক ভালো নয়। সবমিলিয়েই তাকে বিদায় নিতে হলো।

অন্যদিকে পচেত্তিনোর অধীনে ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল ইংলিশ জায়ান্ট টটেনহাম। ফাইনালে তারা লিভারপুলের কাছে হেরে যায়। গত কয়েক মাস ধরেই পিএসজির সঙ্গে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। এই ক্লাবের হয়েই ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলেছেন তিনি।

২০১৯ সালের নভেম্বরে টটেনহাম থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই বেকার বসে আছেন পচেত্তিনো। সাউদাম্পটনের দায়িত্ব ছেড়ে ২০১৪ সালে স্পার্সদের দায়িত্ব নেন তিনি। টটেনহামে নিজের প্রথম মৌসুমেই দলকে লিগ কাপের ফাইনালে তোলেন তিনি। এরপর তার অধীনে দলটি দু’বার প্রিমিয়ার লিগের তৃতীয় এবং ২০১৭ সালে রানার্সআপ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি