গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ৭১’ এর পরাজিত শক্তি আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। অরাজকতা করে ধর্ম ব্যবসায়ীদের মাধ্যমে দেশে অস্তৃতিশীল পরিবেশ গড়ে তোলার পায়তারা করছে। কিন্তুু তারা জানে না যে, জননেত্রী শেখ হানিসার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। কাজেই কোন ষড়যন্ত্র করেই পার পাওয়া যাবে না।
আওয়ামী লীগ হল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়। যারা বাংলাদেশকে দরিদ্র দেশ বলে তাচ্ছিল্য করেছিল তারা হয়তো জানেনা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বেই কারনেই বাংলাদেশ নিজের অর্থায়নে পদ্মা সেতু করছে। সেই পদ্মা সেতু আজ বাংলাদেশের মানুষের স্বপ্লের দৌড় গড়ায় চলে গেছে। আর একটি মাত্র স্প্যান বসানো হলেই পুরো পদ্মা সেতু দৃশ্যমান হবে।
তিনি আরো বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততোদিন শেখ মুজিবর রহমানের নাম থাকবে। বঙ্গবন্ধু কোন ব্যক্তি নয় তিনি একটি আদর্শ ও একটি প্রতিষ্ঠান, তিনি হলেন জাতীর পিতা। বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ ৬ ডিসেম্বর রবিবার বিকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি মোঃ জাফুরল্লাহ, যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী প্রমুখ।
এর আগে তিনি বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রায়ন-২ প্রকল্পের অধিনে গৃহহীনদের জন্য গৃহ নির্মান কাজে ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।