নিজস্ব প্রতিবেদক : গ্লোব বায়োটেকের ব্যানকোভিড ভ্যাকসিনের নাম বঙ্গভ্যাক্স রাখার প্রস্তাব করেছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। মঙ্গলবার তেজগাঁওয়ে গ্লোব বায়োটেকের ল্যাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য সচিব। এর আগে গ্লোব বায়োটেক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় নাম পরিবর্তনের এ প্রস্তাব দেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘ব্যানকোভিডের নাম শুনে কেমন যেন ব্যান ব্যান মনে হয়। তাই বঙ্গভ্যাক্স রাখার প্রস্তাব করেছি। জাতির জনক বঙ্গবন্ধুর বঙ্গ শব্দটি ও ভ্যাক্সিনের ভ্যাক্স শব্দ মিলিয়ে এই বঙ্গভ্যাক্স নামকরণের প্রস্তাব করেছি।’
তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে সরকার গ্লোব বায়োটেকের ভ্যাকসিন নেবে। এর জন্য প্রয়োজনীয় সবধরনের সহযোগিতাও করা হবে। এই টিকা সফল হলে দেশের ভাবমূর্তিও বাড়বে।’
১৭ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন দিতে হলে দেশীয় কোম্পানির ভ্যাকসিন নিতেই হবে বলেও জানান স্বাস্থ্য সচিব। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনে দুই ধাপের ট্রায়াল একসাথে করার অনুমোদন দেবে সরকার।’
এ সময় গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক হলেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।