নভেম্বরের ৮ তারিখ ৫ কোটি ছাড়ানোর ১৭ দিন পর নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, নতুন এই রোগে বুধবার পর্যন্ত ৬ কোটি ১ লাখ ৮ হাজার ১৯৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
সুস্থ হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৮৯৬ জন। মারা গেছেন ১৪ লাখ ১৪ হাজার ৯২৫ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ৭৮৩ জন। সুস্থ ৭৬ লাখ ৩৯ হাজার ৮৪ জন। মারা গেছেন ২ লাখ ৬৫ হাজার ৯৪৩ জন।
যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ১০টি দেশে: ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং মেক্সিকো।
ভারতে ৯২ লাখ ২২ হাজার ২১৬ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৭৪৩ জন।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ১৭৯ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৬১ লাখ ২১ হাজার ৪৪৯ জন।