সুশান্ত সিং রাজপুতের বোন মীতু সিংকে আজ সোমবার জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। মুম্বাইয়ের ডিআরডিও গেস্ট হাউজেই ৩১ আগস্ট মীতু সিংয়ের জিজ্ঞাসাবাদ হতে পারে।
প্রসঙ্গত মীতু সিংয়ের আগে সুশান্তের বাবা কে কে সিংয়ের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী গোয়েন্দারা। তবে মীতু সিংকে নোটিশ পাঠিয়ে তবেই তাঁকে ডিআরডিও গেস্ট হাউজে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
এদিকে সুশান্তের অসুস্থতার বিষয়ে প্রয়াত অভিনেতার বড় বোন নীতু সিং সবকিছু জানতেন। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে সংবাদমাধ্যমের হাতে। যেখানে সুশান্তের বোন নীতু সিংয়ের সঙ্গে ম্যানেজার শ্রুতি মোদির হোয়াটস অ্যাপ চ্যাটের বিশে কিছুটা অংশ উঠে এসেছে।
সুশান্তের প্রেসক্রিপশন চেয়ে পাঠানো থেকে চিকিতসকের সঙ্গেও নীতু সিং দেখা করতে চেয়েছিলেন বলে তথ্য উঠে আসতে শুরু করেছে। ফলে মীতু সিংয়ের পাশাপাশি সিবিআই সুশান্তের বড় বোন নীতু সিং এবং তাঁর স্বামী ও পি সিংকেও সমন পাঠাতে পারে। তবে নীতু সিং এবং তাঁর পুলিশ সুপার স্বামীকে কবে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
এদিকে সোমবার সুশান্তের বোন মীতু সিংয়ের সামনে বসিয়ে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রবিবার প্রায় ১০ ঘণ্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। রিয়ার ভাই সৌভিককেও রবিবার টানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।