করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে এলে প্রথম পর্যায়ে তা বাংলাদেশ পাবে-এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার দুপুরে, রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। নিয়মকানুন সঠিকভাবে মেনে চললে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলনে, আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করেছি, চুক্তি করেছি ভ্যাকসিন আনার জন্য। যখনই ভ্যাকসিন পর্যাপ্ত হয়ে যাবে বাজারে আসবে আমরা অবশ্যই সেই ভ্যাকসিন প্রথম পর্যায়ে বাংলাদেশ পেয়ে যাবে সেই ব্যবস্থা আমরা করেছি।