1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে : রেলমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে দেশের আভ্যন্তরীনসহ আঞ্চলিক যোগাযোগের ব্যবস্থা সুগম হবে। দেশ বিদেশের ব্যবসা বানিজ্য তরান্বিত হবে। রোববার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে ওই রেল সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ডুয়েল গেজের এ সেতু নির্মানের মধ্যে দিয়ে ভারত, নেপাল, বার্মা এবং চীনের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা সচল হবে। এ অঞ্চলে ব্যবসা বানিজ্যেরও প্রসার ঘটবে। সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগের প্রস্তাবনা রয়েছে।

জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ সচিব সেলিম রেজা, মহাপরিচালক শামছুজ্জামান, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন প্রমূখ।

এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ২৯ নভেম্বর সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমাংশে অনুষ্ঠানের মুল অংশ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি