মো. রুবেল আহমেদ, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি ।
“নো মাস্ক নো সার্ভিস এই স্লোগানকে সামনে রেখে” টাঙ্গাইলের গোপালপুরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে প্রচারণা ও মাক্স বিতরণ।
বিশ্বের অন্যান্য দেশগুলোতে করোনা ভাইরাস এর সংক্রামন বেড়ে যাওয়ায় বাংলাদেশ ক্রমশই এর সংক্রমণ বেড়ে যাচ্ছে তাই, সরকারের নির্দেশ মোতাবেক অনুযায়ী (১৬ নভেম্বর) সোমবার দুপুরে গোপালপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক, বাসস্ট্যান্ড ও বাজারে এলাকায় বিভিন্ন দোকানে, নো মাস্ক নো সার্ভিস এর কর্মসূচির আওতায় সাধারণ জনগণের মাঝে সচেতনতা ও মাস্ক ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উৎসাহ ও সচেতন মূলক প্রচারণা এবং মাস্ক বিতরণ।
উক্ত প্রচারণা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, সাথে ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো.মোশাররফ হোসেন।