1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

অফিস চলাকালীন পোশাক নিয়ে নির্দেশনা : জন স্বাস্থ্যের পরিচালককে শোকজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

অফিস চলাকালীন পোশাক নিয়ে নির্দেশনা : জন স্বাস্থ্যের পরিচালককে শোকজ

নিজস্ব প্রতিবেদক :
অফিস চলাকালীন পোশাকে ধর্মীও অনুশাসন প্রতিপালনে জারি করা একটি নোটিশকে ঘিরে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধিশাখা-২ এর উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে জনস্বাস্থ্য’র পরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জানা যায়, গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক বলে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার বিষয়টি আজ বৃহস্পতিবার গণ মাধ্যমে প্রকাশ হলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম এ বিষয়ে শোকজ করা হয়। এ সংক্রান্ত নির্দেশনার বিষয়ে জবাব দেওয়ার জন্য তাকে ৩ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি